নিয়োগকারী দপ্তর ও শূন্য পদের নাম
এটা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ডিলার পদে নিয়োগ করা হচ্ছে |
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
এই রেশন ডিলার পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন , এখানে মাধ্যমিক পাশে আবেদন হলেও যে সমস্ত উচ্চ শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা আছেন তারাও সমান হবে এই পদে আবেদন করতে পারবেন | এবং আরো বিশেষ কিছু যোগ্যতা থাক তাদের সেগুলি আপনারা অফিসিয়াল পোর্টাল থেকে ভালোভাবে দেখে শুনে তবে আপনারা আবেদন করবেন |
বয়স সীমা কত হতে হবে ?
এই রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আবেদনকারী তো আর থেকে মিনিমাম ১৮ বছরের উর্ধে হতে হবে |
কি কি কাগজপত্র লাগবে ?
অনলাইন আবেদন করার সময় যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন পড়বে সেগুলি নিম্নে দেওয়া হল:-
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• আবেদনকারী ব্যক্তির রেশন কার্ড
• আবেদনকারী ব্যক্তির প্যান কার্ড
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে
• যদি পূর্বের কোন কাজের অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেট
• পাসপোর্ট সাইজ ছবি
• আবেদনকারী ব্যক্তির সাক্ষর
কিভাবে আবেদন করতে হবে ?
রেশন ডিলারশিপ নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতিতে নিম্নে দেয়া হলো :-
• সর্বপ্রথম আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - food.wb.gov.in
• এবারে অনেকগুলি অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে APPLY FOR DEALERSHIP অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে |
• পরবর্তী পেজে এখানে কতগুলি ডিলারশিপ নিয়োগ করা হবে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন যদি এখানে আপনার এলাকার নাম থাকে সেক্ষেত্রে আপনি পাশে এপ্লাই না অপশন আছে সেখানে ক্লিক করতে এপ্লাই করতে পারবেন এবং পাশে দেয়া বিজ্ঞপ্তি টাও ডাউনলোড করে দেখে নিতে পারবেন এখানে যে সমস্ত জায়গার ডিলারশিপের জন্য কর্মী নিয়োগ করাবে সে সমস্ত এলাকার লোকেরাই আবেদন করতে পারবেন |
• যদি আপনি এপ্লাই করতে চান তাহলে এপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে
• যখনই আপনি এপ্লাই নাম অপশনে ক্লিক করবেন তখন আপনার ফোন নম্বর এবং ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে |
• তারপরে নতুন একটি পেজ খুলে যাবে সেই ফর্মে আপনাদের সম্পূর্ণ আপনার তথ্য পূরণ করতে হবে যেমন আপনার নাম ঠিকানা থেকে শুরু করে যাবে তেও তত্ত্ব পূরণ করে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে বলছে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে|
এভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে ডিলারশিপের জন্য আবেদন করতে পারবে কিন্তু মনে রাখবেন যে সমস্ত ডিলারশিপের নাম ওখানে শো করছে যে এলাকার সেই এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন |
কিভাবে প্রার্থী প্রার্থী করা হবে ?
এই ডিলারশিপ চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র আবেদন পত্র জমা দেওয়ার পর একদিন তাদের ডাকা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে , সেখানে তাদের কি কিছু সাধারণ প্রশ্ন করা হবে এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এই ধাপে যারা উত্তীর্ণ হবে ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর এবং একাডেমিক এর প্রাপ্ত নাম্বার অনুযায়ী একটি শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এতে যারা উত্তীর্ণ হবে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে লেটার যাবে |