বাংলা আবাস যোজনার উদ্দেশ্য কি
এই বাংলা আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বসবাস করার জন্য পাকা বাড়ি নির্মাণের সুযোগ তৈরি করা হচ্ছে রাজ্যজুড়ে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে এক্ষেত্রে যে সমস্ত পরিবার গুলোর কাঁচা বাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে জীবনযাত্রার মান আরো উন্নত হবে |
বাংলা আবাস যোজনা আবেদন করার পদ্ধতি
যদি আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করতে চান নতুন করে আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাকে দুটি পদ্ধতি মাধ্যমে করতে হবে, প্রথমটি হল বিডিও অফিসে সরাসরি আবেদন জমা এবং দ্বিতীয় টি হল মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে মাধ্যমে আবেদন জানানো |
১) যে সমস্ত ব্যাক্তিরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে চান সে ক্ষেত্রে তাদের ব্লক অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে যেহেতু এর কোন নির্দিষ্ট ফর্ম নেই সে ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সাদা কাগজে একটি দরখাস্ত লিখতে হবে। আপনার নিজস্ব যাবতীয় তথ্য দিয়ে এবং আপনার বাড়ি কতটা প্রয়োজনীয়তার বিবরণ দিতে হবে। সমস্ত কিছু তথ্য দরখাস্ত লেখার পর দরখাস্তটি ব্লক অফিসে জমা করুন |
২) মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে সরাসরি আবেদন জানানো - আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেও বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদন জানাতে পারবেন |এখানে প্রত্যেক সপ্তাহের সোম থেকে শনিবার সকাল ন'টা থেকে ছয়টা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন , সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরটি হল - 9137091370 এই নম্বরে আপনারা ফোন করে আবেদন জানাতে পারেন |
যে সমস্ত ডকুমেন্ট লাগবে
• বর্তমান ঘরের ছবি
• আবেদনকারী ব্যক্তির আধার কার্ড
• আবেদনকারী ব্যক্তির ভোটার কার্ড
• আবেদনকারী ব্যক্তির রেশন কার্ড
• আবেদনকারী ব্যক্তির ব্যাংকের পাস বই
• আবেদনকার ব্যক্তির জমির নথি
বাংলা আবাস যোজনা স্ট্যাটাস চেক
যদি আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন জানান সে ক্ষেত্রে আপনার আবেদনের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন দেখুন নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন :-
• সর্বপ্রথম আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর Know Your Grievance Status একটি অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে |
• সেখানে মোবাইল নম্বর লেখার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন |
বাংলা আবাস যোজনা প্রকল্পের শর্তাবলী
বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে কি কি সেই শর্তগুলো সেগুলো নিচে দেয়া হলো :-
• উপভোক্তার নিজস্ব কোনো পাকা বাড়ির রয়েছে কিনা
• উপভোক্তা নিজস্ব তিন বা চার চাকার মোটর চালিত গাড়ির রয়েছে কিনা
• উপভোক্তার নিজস্ব তিন বা চার চাকার কোন কৃষি সরঞ্জাম রয়েছে কিনা
• পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে কিনা
• পারিবারিক আয় ১৫০০০ টাকার বেশি কিনা
• আয়কর দেওয়া হয় কিনা
• উপভোক্তার নিজস্ব ২.৫ একর বা তার বেশি সেচ যোগ্য জমি রয়েছে কিনা
• উপভোক্তার ৫ একর তার বেশি সেচবিহীন জমে রয়েছে কিনা
• পারিবারের কোন সদস্য আগে আবাস প্রকল্পের কোন সুবিধা পেয়েছে কিনা
• উপভোক্তা নিজের নামে ৫ একর সেঁচবিহীন জমির মালিক আছে কিনা
• কোন সদস্য আগে আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা|
আবেদনের পরবর্তী পদক্ষেপ
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পঞ্চায়েত থেকে আধিকারিকেরা আসবেন আবেদন যাচাই করার জন্য আপনার সমস্ত শর্ত পূরণ হলে পরবর্তী সমীক্ষার তালিকায় আপনার নাম যুক্ত করা হবে। এবং পরবর্তী সেই তালিকা অনুযায়ী ঘর নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করা হবে।