
পশ্চিমবঙ্গ বসবাসকারী সমস্ত জনসাধারণের জন্য দারুন একটি খুশির খবর এতদিনে পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে আপনাদেরকে যেতে হত এখন থেকে পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়ার জন্য আর পঞ্চায়েত অফিসে আপনাদেরকে যেতে হবে না। আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করতে পারবেন , আবেদন কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড করবেন সমস্ত কিছু পদ্ধতি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নতুন উদ্যোগ
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এবার জনসাধারণের স্বার্থে একটি নতুন পোর্টাল চালু করেছে এই পোর্টাল এর মাধ্যমে পঞ্চায়েত স্তরের ইনকাম সার্টিফিকেট , বাসিন্দা সার্টিফিকেট , ক্যারেক্টার সার্টিফিকেট , সেম পারসন সার্টিফিকেট , ডিস্টেন্স সার্টিফিকেট , এবং কাস্ট সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করা যাবে এই সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য আর আপনাদেরকে পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিতে হবে না এখন থেকে আপনি আপনার হাতে থাকা ফোন থেকেই অনলাইন আবেদন করতে পারবেন খুব সহজে , গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট অনলাইন হওয়ার ফলে গ্রামবাসীদের আর পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো রকম ঝামেলা থাকছে না নিজেই অনলাইন থেকে করে নিতে পারবে , সম্পূর্ণ আবেদন পদ্ধতি আজকে এই প্রতিবেদনে বলে দেওয়া হবে।
এই পোর্টালের মাধ্যমে কি কি সার্টিফিকেট আবেদন করতে পারবেন ?
গ্রাম পঞ্চায়েতের এই পোর্টাল থেকে যে সমস্ত সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেগুলো নিম্নে দেয়া হলো এই সমস্ত সার্টিফিকেটগুলি আপনারা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সেটির পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন
১. ইনকাম সার্টিফিকেট
২. বাসিন্দা সার্টিফিকেট
৩. ক্যারেক্টার সার্টিফিকেট
৪. সেম পারসন সার্টিফিকেট
৫. ডিসটেন্স সার্টিফিকেট
৬. কাস্ট সার্টিফিকেট
৭. অবিবাহিত সার্টিফিকেট
পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন
পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার জন্য যে সমস্ত নথিগুলির প্রয়োজন অনলাইন করার সময় যে সমস্ত নথিগুলি লাগবে সেগুলি নিম্নে দেওয়া হলো
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
২. গ্রাম সংসদের দেওয়া সার্টিফিকেট অথবা পঞ্চায়েত ট্যাক্স
৩. ঠিকানা এবং পরিচয় এর প্রমাণের জন্য যে কোন একটি ডকুমেন্ট লাগবে - ভোটার কার্ড , আধার কার্ড , পাসপোর্ট , ড্রাইভিং লাইসেন্স , রেশন কার্ড , শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ঠিকানা প্রমাণপত্র শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য , প্যান কার্ড , পোস্ট অফিস বা ব্যাংকের পাস বইয়ের ছবি , রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ছবি সম্মালিত পরিচয় পত্র , এম জি এন আর এজি কার্ড, পেনশন কার্ড , কৃষাণ পাস বই এই গুলির মধ্যে যে কোন একটি ডকুমেন্ট থাকলেও আবেদন করতে পারবেন ।
অনলাইনে সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের ধাপ গুলি অনুসরণ করুন - West Bengal Panchayat Certificate
• সর্ব প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে - prd.wb.gov.in
• এবারে এই সাইটের হোমপেজে একটু অপশন শো করবে Online GP Certificate এই অপশনে ক্লিক করতে হবে ।
• এরপর Citizen Corner এই অপশনে যাওয়ার পর মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে ।
• এবার ফোনে আসা ওটিপি দিয়ে লগইন করতে হবে।

• এপ্লাই সার্টিফিকেট অপশন এর মধ্যে আপনার জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম আপনার সংসদ নম্বর সিলেক্ট করুন।
• এবারে যার নামে আবেদন করবেন তার নাম তার পিতার নাম ঠিকানা জন্মের তারিখ এগুলো পূরণ করার পর।
• সার্টিফিকেট টাইপের জায়গায় আপনার যে সমস্ত সার্টিফিকেট দরকার সেগুলিতে টিক দিতে হবে ধরে নিন আপনার ইনকাম সার্টিফিকেট দরকার তাহলে ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করতে হবে আরেকটি বিষয় বাসিন্দা সার্টিফিকেট সেটার উপর ক্লিক প্রথম থেকে করাই থাকবে ওই সার্টিফিকেটের সাথে আপনার যদি ইনকাম সার্টিফিকেট বা আনমেরিড সার্টিফিকেট এর প্রয়োজন হয় তাহলে সেগুলোতে ক্লিক করতে হবে ।
• এবারে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড সিলেক্ট করে পাশে ডকুমেন্ট নম্বরে জায়গায় ডকুমেন্ট নম্বরে আপনার আধার নম্বর লিখে দিবেন যদি আপনি ভোটার কার্ড আপলোড করেন সে ক্ষেত্রে ভোটার নাম্বার লিখে দেবেন এবং আপলোড করবেন।
• GP member Cert/Other Doc এই লাস্ট অপশনে আপনার মেম্বারের কাছ থেকে লিখিত আপলোড করতে পারবেন অথবা আপনার কাছে যদি পঞ্চায়েতের ট্যাক্স থেকে থাকে সেটা আপলোড করলেও এপ্রুভ হয়ে যাবে ।
• এবং লাস্টে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করুন ।
তারপরে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবার দুই এক দিন পর আবার লগইন করবেন প্রথম থেকে দিয়ে উপরে দেখবেন Application Status And certificate Download একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করলে আপনার আবেদনের তিথি দেখাবে যদি আপনার আবেদনে অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে ডাউনলোডের অপশন চলে আসবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। আর যদি সেখানে পেন্ডিং থাকে থাকে সে ক্ষেত্রে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে যখনই ডাউনলোড অপশন চলে আসবে তারপর ডাউনলোড করতে পারবেন , এভাবে আপনারা পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন এবং ডাউনলোড করতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে।